যেখানে ক্যাসিনো সেখানেই অভিযান: আইনমন্ত্রী

বাংলাদেশের সীমানার ভেতরে যেখানেই অবৈধ ক্যাসিনোর খবর পাওয়া যাবে সেখানেই অভিযান চালানো হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘‘দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনা যে অভিযান শুরু করেছেন সে অভিযান চলবে। তার কারণ, শেখ হাসিনা বলেছেন দুর্নীতির বিরুদ্ধে এই সরকারের জিরো টলারেন্স।’’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘‘যারাই এ অপরাধে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। বাংলাদেশের বাউন্ডারির মধ্যে যেখানেই অবৈধ ক্যাসিনো প্রতিষ্ঠা করা হয়েছে খবর পেলে সেখানেই অভিযান চলবে।’’

বিএনপিকে দুর্নীতিবাজদের দল আখ্যায়িত করে মন্ত্রী বলেন, ‘‘তাদের চেয়ারম্যান এতিমের টাকা চোর। আদালতে সাব্যস্ত হয়ে জেল হয়েছে। সিনিয়র কো-চেয়ারম্যান দুর্নীতিবাজ। মানি লন্ডারিংয়ে সাজাপ্রাপ্ত। তিনি মুচলেকা দিয়ে বলেছেন, আমি অপরাধী। আমাকে মাফ করে দেন। বিদেশ পাঠিয়ে দেন’।’’

তিনি বলেন, ‘‘সেই দলের নেতারা এখন পর্যন্ত দুর্নীতিবাজ চেয়ারম্যান, কো-চেয়ারম্যানকে বদলাতে পারে না তাদের মুখে ক্যাসিনো নিয়ে কথা মানায় না।’’

মন্ত্রী সকাল সোয়া দশটায় রক্তদানের সংগঠন ‘আত্মীয়’ এর রক্তদাতা নিবন্ধনের ওয়েবসাইট উদ্বোধন করেন। আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ওই সময় অন্যদের মধ্যে উপশ্তহিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. শাহ আলম, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, জেলা পরিষদ সদস্য আতাউর রহমান নাজিম, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগ সভাপতি শাহবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //