বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক সেবা উদ্বোধন

দুর্নীতি ও ক্যাসিনোবিরোধী অভিযান অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

দুর্নীতি ও ক্যাসিনোবিরোধী চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এ অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যে-ই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

তিনি বলেন, দল, আত্মীয়, পরিবার নয়, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো ছাড় দেওয়া হবে না। আমার হারানোর আর কিছু নেই। আমি দেশের মানুষের জন্য জীবন বাজি রেখেই কাজ করে যাচ্ছি।’

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আজ বুধবার বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক সম্প্রচার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আমি খুবই আনন্দিত। কারণ দেশের সব টিভি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে। এতদিন আপনারা দেশের বাইরে টাকা পাঠাতেন। এখন আপনাদের অনেক টাকা বেঁচে গেলো। আশা করি ইলেকট্রনিক সম্প্রচার মাধ্যমগুলোর আরো অনেক বাধা দূর হবে। পরনির্ভরশীলতা থাকবে না। আমরা নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পেলাম।’

তিনি বলেন, ‘আমরা আশপাশের দেশগুলোর কাছেও অফার করেছি। তারাও চাইলে ভাড়া নিতে পারবে এর ট্রান্সপন্ডার। এখান থেকেও আমরা অর্থ উপার্জন করতে পারবো। স্যাটেলাইটের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে অনেক সহজে বার্তা পৌঁছানো যাবে। নিজস্ব প্রযুক্তি ও জ্ঞান দিয়ে বাংলাদেশ একদিন মহাকাশ জয় করবে, এটা আমার বিশ্বাস।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ আজ ডিজিটাল। আমি বাংলা সাহিত্যের ছাত্রী, ডিজিটাল শব্দটি আমি জানতাম না। এটা আমাকে দিয়েছিল সজীব ওয়াজেদ জয়।’

শেখ হাসিনা বলেন, ‘স্যাটেলাইট নিয়ন্ত্রণ ও এর বিপণন কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানি গঠন করা হয়েছে। আর একটা কোম্পানি গঠন করলে অনেক লোকের কর্মসংস্থান হয়। সেটা আমরা করে দিয়েছি। এই স্যাটেলাইটের মাধ্যমে সেবা প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে যাবে।’

স্যাটেলাইট টেকনোলজি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে ও টেলিযোগাযোগ সম্প্রচার সেবারও মান বৃদ্ধি করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

গণমাধ্যমের উদ্দেশে সরকারপ্রধান বলেন, ‘সরকারের বিরুদ্ধে কথা না বললে আকর্ষণ থাকবে না- এমন ধারণা প্রচলিত আছে। আপনারা সেটা করতে পারেন, তাতে আমার কোনো সমস্যা নেই। তবে মিথ্যা অপপ্রচার যেন না হয় দয়া করে সে ব্যাপারে সতর্ক থাকবেন। মিথ্যা অপপ্রচারে দেশের মানুষের মধ্যে সন্দেহ হয়। এমন কিছু করবেন না যাতে মানুষ আত্মবিশ্বাস হারিয়ে ফেলে।’

তিনি বলেন, ‘গত ১০ বছরে দেশের জন্য আমরা অন্তত কিছু কাজ তো করেছি। সেটা তো অস্বীকার করতে পারবেন না। সেটা একটু প্রচার করবেন। যেটুকু ভালো কাজ করেছি সেটুকু প্রচার করুন, এটুকু আমি চাইতেই পারি। তথ্যগুলো মানুষের কাছে পৌঁছে দেবেন। যাতে মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়ে। সেদিকে দৃষ্টি রেখে কাজ করবেন।’ 

অভিযান বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আমরা অভিযান শুরু করেছি। এ অভিযান অব্যাহত থাকবে এবং এই অভিযান আমরা অব্যাহত রাখব। সে যেই হোক না কেন এখানে দল, মত, আত্মীয়, পরিবার বলে কিছু নেই। যারাই এর সঙ্গে সম্পৃক্ত থাকবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেব।’

তিনি বলেন, ‘আমার তো হারানোর কিছু নেই। আমি মা-বাবা-ভাই সব হারিয়েছি। মানুষ একটা শোক সইতে পারে না আর আমরা দুই বোন অনেক কষ্ট বেদনা বুকে নিয়ে ফিরে এসেছি, দায়িত্ব নিয়েছি। সেই ফিরে আসার একটাই দায়িত্ব একটাই কর্তব্য তা হচ্ছে- আমার বাবা এদেশ স্বাধীন করে দিয়ে গেছে, এদেশের শোষিত বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছেন, সেই দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোটাই হচ্ছে আমার একমাত্র কর্তব্য।’ 

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা একটা সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে দেশ চালাচ্ছি। বাংলাদেশটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাব তার জন্য স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা শিক্ষা নীতিমালা করেছি, সম্প্রচার নীতিমালা করেছি। প্রতিটি ক্ষেত্রেই নীতিমালা নিয়েই আমাদের চলতে হবে।’

তিনি বলেন, ‘এখনকার বিশ্বটা হচ্ছে গ্লোবাল ভিলেজ। তাই বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখা আমাদের একান্ত প্রয়োজন। ইতোমধ্যে আমাদের সফল প্রচেষ্টায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করেছি। এর মধ্য দিয়ে যতগুলো দেশের নিজস্ব স্যাটেলাইট আছে আমরা সে ধরনের একটা উচ্চতায় পৌঁছে যেতে পেরেছি।’

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার করে পূর্ণাঙ্গভাবে অনুষ্ঠান সম্প্রচার শুরু করবে দেশের সব টেলিভিশন চ্যানেল। এর আগে গত ১৯ মে বিসিএসসিএল বেসরকারি স্যাটেলাইট চ্যানেল সময় টিভি, যমুনা টিভি, দীপ্ত টিভি, বিজয় বাংলা, বাংলা টিভি ও মাই টিভির সঙ্গে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার নিয়ে একটি চুক্তি করে। পাশাপাশি বিটিভির চারটি চ্যানেল অনুষ্ঠান সম্প্রচারে এই স্যাটেলাইট ব্যবহার করছে।

টেলিভিশন চ্যানেল ওনার্স এসোসিয়েশনের (অ্যাটকো) একটি প্রতিনিধি দল গত ২৮ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। বৈঠকে তারা প্রধানমন্ত্রীকে জানান, আজ বুধবার  বিএস-১ এর মাধ্যমে সব বেসরকারি টিভি চ্যানেলের সম্প্রচার শুরু করতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। 

পাশাপাশি টিভি চ্যানেল মালিকদের খরচ কমিয়ে আনতে আর্থ স্টেশন স্থাপনের পরিবর্তে এর গ্রাউন্ড স্টেশনের সঙ্গে ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে বিসিএসসিএল সব টিভি চ্যানেলকে সংযুক্ত করা হচ্ছে।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //