২০২০ সালের সরকারি ছুটির তালিকা

আগামী বছরও সাধারণ ও নির্বাহী আদেশে ছুটি মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে আটদিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। 

মন্ত্রিসভার বৈঠকে আজ সোমবার ২০২০ সালের ছুটির এ তালিকার অনুমোদন দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে একথা জানান মন্ত্রিপরিষদের সচিব মোহাম্মদ শফিউল আলম।

তিনি বলেন, ২০২০ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। এর মধ্যে সাধারণ ছুটি ১৪দিন। আর সরকারের নির্বাহী আদেশে ছুটি থাকবে আটদিন। সব মিলিয়ে মোট ২২ দিন। এর বাইরে মুসলমাদের বিভিন্ন উৎসবের জন্য ঐচ্ছিক পাঁচদিন, হিন্দু ধর্মালম্বীদের আটদিন, খ্রিস্টানদের জন্য আটদিন এবং বৌদ্ধদের জন্য পাঁচদিন ছুটি থাকবে। এছাড়া পার্বত্য নৃগোষ্ঠীর বিভিন্ন ধর্মালম্বীদের জন্য  দুইদিন ঐচ্ছিক ছুটি থাকবে।

২২ দিনে মধ্যে সাপ্তাহিক ছুটি আটদিন পড়েছে। আর ১৪ দিনের মধ্যে সাতদিন সাপ্তাহিক ছুটি থাকে। গত বছর সাধারণ ছুটি ছিল ১৯ দিন।

চলতি ২০১৯ সালেও মোট ২২ দিন সরকারি ছুটি ছিল, যার মধ্যে তিনদিনের ছুটি পড়েছিল সাপ্তাহিক ছুটির মধ্যে। আর ২০১৮ সালে ২২ দিনে সাতদিন, ২০১৭ সালে ১০ দিন এবং ২০১৬ সালে চারদিনের ছুটি পড়েছিল সাপ্তাহিক ছুটির দিনে।

নিম্নে  ‍ছুটির তালিকা দেয়া হলো:

 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //