ছুটি বাড়বে কিনা সিদ্ধান্ত বৃহস্পতিবার

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে চলছে সাধারণ ছুটি। কয়েকধাপে বৃদ্ধি হয়ে ৩০শে মে পর্যন্ত সবশেষ বৃদ্ধি পেয়েছে। এই ছুটি শুরু হয় ২৬শে মার্চ।

এখন এই ছুটি বাড়ছে কীনা সেই সিদ্ধান্ত জানা যাবে বৃহস্পতিবার বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। 

এছাড়া আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণেও ছুটির বিষয়ে দিক-নির্দেশনা আসতে পারে বলে জানান প্রতিমন্ত্রী।

ফরহাদ হোসেন বলেন, ক্ষুধায় যাতে কেউ কষ্ট না পায়, সবাই যেন খাদ্য সংস্থান করে খেতে পারে, কর্মকাণ্ড করতে পারে; আমরা ভবিষ্যতকে অনিশ্চিত করবো না। ঝড় একটার পর একটা আসবে, বিভিন্ন দুর্যোগ আমাদেরই মোকাবেলা করতে এগোতে হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //