যুক্তরাষ্ট্রে পিপিই রফতানি শুরু করলো বাংলাদেশ

করোনাভাইরাস মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্রে ৬৫ লাখ পিপিই ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী বা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) রপ্তানি করেছে বাংলাদেশ। 

সোমবার (২৫ মে) পিপিইর প্রথম চালান হস্তান্তর করা হয়েছে বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন। 

শাহরিয়ার আলম নিজ ফেইসবুক ওয়ালে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ আজ ১.৫ লাখ (৬৫ লাখের মধ্যে) পিপিই রফতানি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে।’হস্তান্তর অনুষ্ঠানের ছবি পোস্ট করে নিজের ভালো লাগার কথাও জানিয়েছেন শাহরিয়ার আলম।

এদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওই রফতানি আদেশের প্রথম অংশটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার যুক্তরাষ্ট্রে এতে আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৬৬ হাজার ৮২৯ জন। মারা গেছেন প্রায় ১ লাখের কাছাকাছি। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //