কানাডায় নতুন হাইকমিশনার ডা. খলিলুর রহমান

অতিরিক্ত পররাষ্ট্র সচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনা সেলের প্রধান সমন্বয়ক ডা. খলিলুর রহমানকে কানাডায় বাংলাদেশের হাইকমিশনার নিয়োগ দেয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার নিয়োগের বিষয়টি জানানো হয়েছে। ডা. খলিলুর রহমান ১৯৮৫ সালের ব্যাচে বিসিএস পররাষ্ট্র ক্যাডারে যোগদান করেন। কূটনীতিক পেশায় তিনি নয়াদিল্লী বাংলাদেশ হাইকমিশনে ও জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। 

তিনি লিয়েনে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় উচ্চতর পদে দায়িত্ব পালন করেন। রাজশাহী মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি নেন। এছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি বিষয়ে এল ইকোল ন্যাশনাল এডমিনিস্ট্রশন থেকে এমএ ডিগ্রি এবং প্যারিসের সরবন বিশ্ববিদ্যালয় থেকে এমপিল ডিগ্রি নেন। তিনি নয়াদিল্লি নেহেরু বিশ্বিদ্যালয় থেকে পাবলিক হেলথ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //