সরকারি চাকরিতে নিয়োগে নতুন নিয়ম, পরিপত্র জারি

বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং অধীনস্ত দফতর সংস্থার বেতন গ্রেড ১১-২০ পর্যন্ত পদে কর্মচারী নিয়োগের নিমিত্ত সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং পদ্ধতিতে বাছাই কার্যক্রম পরিচালনা করা যাবে না।

রবিবার (৬ ডিসেম্বর) অর্থ বিভাগের (বাজেট অনুবিভাগ-১, বাজেট অধিশাখা-৩) উপসচিব মো. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এরই মধ্যে পরিপত্রটি সব মন্ত্রণালয়-বিভাগের সচিবকে পাঠানো হয়েছে।

এতে বলে হয়েছে, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং পদ্ধতিতে মন্ত্রণালয়-বিভাগ বা অধীনস্ত দফতর-সংস্থার সরকারি কর্মচারী নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য কোনো বরাদ্দ রাখা বা প্রস্তাব করা যাবে না। ইতঃপূর্বে ২০১৯ সালের ২৪ অক্টোবরে জারিকৃত (০৭.০০.০০০০.১০৩.১৮.০০৫.১৮-৪০৮ নম্বর) পরিপত্রটি বাতিল করা হলো।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ পরিপত্র অবিলম্বে কার্যকর হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

বিষয় : অর্থ বিভাগ

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //