ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরিজীবীদের পেনশন অনলাইনে

আগামী ফেব্রুয়ারি থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশনের টাকা অনলাইনে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে দেয়া হবে। বকেয়া ছাড়া কোনো পেনশনের টাকা ফেব্রুয়ারি পর আগের নিয়মে চেক বা অ্যাডভাইসের মাধ্যমে দেয়া হবে না।

রবিবার (৩ জানুয়ারি) হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিফ অ্যাকাউটেন্ট/ফিন্যান্স অফিসার, সকল বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক, জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার, উপজেলা হিসাব কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

আদেশে বলা হয়, ইতোমধ্যে ব্যাংক থেকে পেনশনারদের ম্যানুয়ালি পেনশন প্রদান বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। হিসাবরক্ষণ অফিস থেকে একইসঙ্গে ইএফটির মাধ্যমে এবং ম্যানুয়ালি চেক/অ্যাভাইসের মাধ্যমে পেনশন প্রদান চলমান রয়েছে। মুজিব শতবর্ষে সকল পেনশনারদের পেনশন ইএফটির আওতায় আনতে হিসাব রক্ষণ অফিস থেকে জানুয়ারি মাস পর্যন্ত পেনশন আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেয়া যাবে। তবে ১৫ ফেব্রুয়ারির পর হিসাব রক্ষণ অফিস থেকে কোনো পেনশন (বকেয়া ছাড়া) ম্যানুয়ালি চেক/ অ্যাডভাইস প্রদান করা যাবে না। সকল পেনশন ইএফটির মাধ্যমে প্রদান করতে হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //