বুধবার থেকে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ করতে পারবেন

সচিবালয়ে প্রবেশে সীমিত আকারে দর্শনার্থী পাস চালু হচ্ছে। সোমবার (৮ মার্চ) মন্ত্রিপরিষদ সচিবসহ সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

চিঠিতে বলা হয়, বর্তমানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব অনেকটাই শিথিল হয়েছে এবং সচিবালয়ে কর্মরত অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসের টিকা নিয়েছেন। আগামী ১৭ মে থেকে সব বিশ্ববিদ্যালয় ও ৩১ মার্চ থেকে স্কুল-কলেজগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের গত ১৫ থেকে ২০ দিনের রিপোর্ট অনুযায়ী দেখা যায়, করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার দুটোই নিম্নমুখী।

এতে আরো বলা হয়, এমতাবস্থায় সার্বিক বিবেচনা করে সচিবালয়ে কর্মরত অতিরিক্ত সচিব ও যুগ্মসচিবদের জন্য দৈনিক তিনটি, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর একান্ত সচিবদের জন্য দৈনিক ১০টি এবং সিনিয়র সচিব ও সচিবদের একান্ত সচিবদের জন্য দৈনিক পাঁচটি করে আগামী ১০ মার্চ (বুধবার) থেকে দর্শনার্থী প্রবেশ পাস ইস্যু করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। একান্ত প্রয়োজন ছাড়া দর্শনার্থীদের পাস না দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছিল।

সেখানে বলা হয়েছিল, করোনাভাইরাস প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে সতর্কতা অবলম্বন এবং সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি এড়ানোর লক্ষ্যে একান্ত অপরিহার্য না হলে বাংলাদেশ সচিবালয়ে দৈনিক দর্শনার্থী পাস ইস্যু না করার জন্য সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে নির্দেশ দেয়ার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।

সংক্রমণ বাড়তে থাকলে ১৯ মার্চ থেকে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষিদ্ধ করা হয়, বন্ধ করে দেয়া হয় পাস ইস্যু।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //