কেজিপ্রতি ২৭ টাকায় ধান, ৪০ টাকায় চাল কিনবে সরকার

চলতি বোরো মৌসুমে ১০ লাখ টন সিদ্ধ চাল, দেড় লাখ টন আতপ চাল এবং সাড়ে ৬ লাখ টন বোরো ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২৮ এপ্রিল থেকে ধান এবং ৭ মে থেকে চাল সংগ্রহ শুরু হবে। 

সোমবার (২৬ এপ্রিল) বোরো সংগ্রহ কর্মসূচি উপলক্ষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এ তথ্য জানান।

তিনি বলেন, ২২ এপ্রিল খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হলেও কতগুলো সিদ্ধান্ত অসম্পূর্ণ ও নীতিগত সমস্যা থাকায় সেদিন তা গণমাধ্যমধ্যকে জানানো হয়নি। কৃষককে ন্যায্যমূল্য দেওয়ার চিন্তা করে সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তে প্রধানমন্ত্রী অনুমোদনও দিয়েছেন।

তিনি আরো জানান, ৪০ টাকা কেজি দরে ১০ লাখ টন সিদ্ধ চাল কেনা হবে। ৩৯ টাকা কেজি দরে কেনা হবে দেড় লাখ টন আতপ চাল। পাশাপাশি কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে বোরো ধান কেনা হবে। 

প্রসঙ্গত, গত বছর বোরো মৌসুমে ২৬ টাকা কেজি দরে ধান, ৩৬ টাকা কেজি দরে সিদ্ধ চাল ও ৩৫ টাকা কেজি দরে আতপ চাল কিনেছিল সরকার।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //