আজ থেকে সরকারি চাকরিজীবীদের কর্মস্থলে থাকতে হবে

আট দিনের শিথিলতা শেষে আজ শুক্রবার (২৩ জুলাই) ভোর ৬টা থেকে সারাদেশে কঠোর লকডাউন শুরু হয়েছে। আগামী ৫ আগস্ট পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে। এ সময় সরকারি চাকরিজীবীদের নিজ নিজ কর্মস্থলে থাকবে হবে।

গত ১৪ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদিন সব বিভাগের সচিবদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছিল।

চিঠিতে লকডাউন চলাকালীন সচিবদের অধীনস্থ বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সকল দফতরের সরকারি কর্মচারীদের কর্মস্থলে থাকতে বলা হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেয়া হয়েছে। 

এর আগে গত ১৩ জুলাই কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এবারের বিধিনিষেধ গতবারের চেয়েও কঠোরভাবে পালিত হচ্ছে। এবার গণপরিবহনসহ সব ধরনের অফিস, গার্মেন্টস, শিল্প-কারখানা বন্ধ থাকবে।



সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //