বাংলাদেশ-ভারত যাতায়াতে এনওসি লাগবে না

বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের (বাংলাদেশি ও বিদেশি নাগরিক) আর সুরক্ষা সেবা বিভাগ বা বাংলাদেশ মিশনগুলো থেকে এনওসি (অনাপত্তিপত্র) নিতে হবে না। 

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) থেকে এই নিয়ম কার্যকর হবে।

বুস্টার ডোজ টিকা গ্রহণকারী দেশি-বিদেশি নাগরিকরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশকালে টিকা কার্ড বা উপযুক্ত প্রমাণ এবং আরটি-পিসিআরভিত্তিক নেগেটিভ রিপোর্ট প্রদর্শন করে নিজেদের গন্তব্যে যেতে পারবেন। তারা কোয়ারেন্টিনের আওতামুক্ত থাকবেন। তবে বাংলাদেশ সরকারের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। এই শর্তাবলী বিমানপথে অনুমোদিত যাত্রীদের ক্ষেত্রেও কার্যকর হবে।

নির্দেশনায় বলা হয়েছে, টিকা সম্পন্ন না হলে ৭২ ঘণ্টা মেয়াদী আরটি-পিসিআরভিত্তিক নেগেটিভ রিপোর্ট প্রদর্শন ছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয় যাত্রীদের ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নিজের খরচে আরটি-পিসিআর টেস্ট সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ফলাফল আসা পর্যন্ত যাত্রীদের নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

উল্লেখ্য, করোনা পরিস্থিতি আগের থেকে ভালো হওয়ায় অন্যান্য ভিসা প্রদান করা হলেও পর্যটন ভিসা এখনই চালু করা হচ্ছে না।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //