উপ-সচিব থেকে সচিব পর্যন্ত ৯১৮ কর্মকর্তার পদোন্নতি

২০২০-২১ অর্থবছরে উপ-সচিব থেকে সচিব পর্যন্ত ৯১৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। এ সময়ে ৯৯ জন কর্মকর্তাকে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) ‌‌জনপ্রশাসন মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন ২০২০-২০২১ থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৯১৮ জন কর্মকর্তার মধ্যে অতিরিক্ত সচিব থেকে সচিব হয়েছেন ৩৩ জন। গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন ১৬ জন। 

এছাড়া যুগ্মসচিব থেকে অতিরিক্ত সচিব হয়েছেন ১২৭ জন, উপ-সচিব থেকে যুগ্মসচিব হয়েছেন ১৬১ জন, সিনিয়র সহকারী সচিব থেকে উপ-সচিব হয়েছেন ৫৮১ জন।

গত অর্থবছরের মোট বিভাগীয় মামলার সংখ্যা ছিল ৯০টি, শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগ এর মধ্যে ৩৮টি নিষ্পত্তি করেছে। মোট ৪১০টি অভিযোগের সবগুলোর নিষ্পত্তি করা হয়েছে বলে বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত অর্থবছরে কর্মকর্তা-কর্মচারীরদের জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসায় ৩৯ কোটি ৩ লাখ ৩৯ হাজার টাকা ব্যয় করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গাড়ি কিনতে ১৭০ প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তার অনুকূলে জনপ্রতি ৩ লাখ টাকা হারে ৫১ কোটি ৯ লাখ টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হয়েছে।

২০২০-২১ অর্থবছরে বিভাগীয় কমিশনার কার্যালয় রাজস্ব হিসেবে ৩২ কোটি ৩১ লাথ ৮৯ হাজার টাকা আদায় করেছে বলে বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //