৪০ শতাংশ মহার্ঘভাতাসহ সরকারি কর্মচারীদের ৫ দাবি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ৪০ শতাংশ মহার্ঘভাতা, নবম বেতন কমিশন গঠনসহ সরকারি কর্মচারীদের ৫টি দাবি অতিসত্ত্বর পূরণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ।

পরিষদের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ এ আহ্বান জানান। 

এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ৬ নভেম্বর পাঁচ দফা আদায়ে ঢাকায় জেলা সম্মেলন হওয়ার কথা ছিল। পরিবহন ধর্মঘটের কারণে জেলা প্রতিনিধিরা ঢাকায় আসতে পারছেন না। এজন্য এ সম্মেলন পরে হবে। 

তিনি বলেন, গণকর্মচারীরা উন্নয়নের প্রধান হাতিয়ার। তাদের ন্যায়সংগত অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। বিদ্যমান বেতন কাঠামোয় ২০টি গ্রেডকে ১০টি গ্রেডে রূপান্তর এবং অন্তর্বর্তী ব্যবস্থায় ৪০ শতাংশ মহার্ঘভাতা প্রদান করতে হবে। সচিবালয়ের সঙ্গে সংগতি রেখে সমকাজে সমমর্যাদা ও পদবি পরিবর্তন এবং অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন করতে হবে। টাইমস্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, আগের মতো শতভাগ পেনশন প্রদানসহ পেনশন গ্র্যাচ্যুইটির হার ১ টাকায় ৫০০ টাকা নির্ধারণ করতে হবে। বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনের ২০ শতাংশ দিতে হবে। দাবি আদায়ে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //