‘পাট শ্রমিকদের সন্তুষ্টি অর্জনে সরকার সফল হয়েছে’

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, সরকারের সুপরিকল্পনায় দেশের পাটকলগুলোতে নতুন কর্মসংস্থানের পাশাপাশি শ্রমিক অসন্তোষ নিরসন হয়েছে। এর ফলে পাবলিক পার্টনারশিপেও এই পাটকল খাতে লাভবান হচ্ছে সরকার। অচিরেই দেশের সব পাটকলগুলো আধুনিকায়িত হলে আরো সুফল মিলবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আজ সোমবার (১৮ এপ্রিল) সকালে নরসিংদীর ঘোড়াশালে (রাষ্ট্রায়ত্ত পাটকল, বাংলাদেশ জুট মিলস) যৌথ মালিকানাধীন জুট এলায়েন্স লিমিটেডের উৎপাদন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলোচনাকালে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, অচিরেই খুলনার ক্রিসেন্ট জুট মিলস ও চট্টগ্রামের হাফিজ জুট মিলস লিমিটেডের লিজ কার্যক্রম বাস্তবায়িত হবে। 

শ্রমিকের গ্রাচ্যুইটি, পিএফ, ছুটি নগদায়নসহ সব পাওনা পরিশোধ করে গোল্ডেন হ্যান্ডশেক সুবিধার বাকী এক পার্সেন্ট, যাচাইকৃত বদলি শ্রমিকদের বকেয়া মজুরি এবং ব্যবসায়ীদের বকেয়া পাওনা পরিশোধের লক্ষ্যে পাট মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় জোর তৎপরতা অব্যাহত রেখেছে বলে জানান মন্ত্রী। 

এসময় বস্ত্র ও পাট সচিব মো. আব্দুর রউফ, নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম, কারখানার এমডি জিয়াউর রহমান, উপদেষ্টা আবু সালেহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //