ধান-চালের অবৈধ মজুত ঠেকাতে অভিযানে মন্ত্রণালয়

ধান-চালের অবৈধ মজুত ঠেকাতে খাদ্য মন্ত্রণালয়ের ৮টি দল অভিযানে নামছে। কেউ অবৈধ মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে কিনা তা খতিয়ে দেখবে টিমের সদস্যরা।

ওই আটটি টিম আজ মঙ্গলবার (৩১ মে) থেকে অভিযানে নেমেছে। 

এর আগে গতকাল সোমবার (৩০ মে) খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে সচিবালয়ে তার অফিসকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ের জসংযোগ কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, মন্ত্রিপরিষদের সোমবারের বৈঠকের পর মঙ্গলবার থেকে ৮টি দল মাঠে কাজ করছে। তারা দেশব্যাপী অভিযান চালাবে। অবৈধ মজুত করে কৃত্রিম খাদ্য সংকট তৈরি করা হচ্ছে কিনা, অভিযান চালিয়ে টিমের সদস্যরা তা খতিয়ে দেখবেন।

গতকাল সোমবারের (৩০ মে) সভায় অবৈধ মজুতদারি প্রতিরোধে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের আধাসরকারি পত্র প্রেরণ ও এনএসআই, র‌্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকেও এ বিষয়ে পত্র পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এছাড়া শিগগিরই কৃষি, খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে সমন্বিত সভা আয়োজন করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //