প্রধানমন্ত্রীর
প্রেস সচিব ইহসানুল করিমের
মেয়াদ আরও দুবছর বাড়ানো
হয়েছে। তার চুক্তিভিত্তিক নিয়োগের
মেয়াদ বাড়িয়ে আজ রবিবার (১৯ জুন) জনপ্রশাসন
মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি
করা হয়েছে।
আগের
চুক্তির ধারাবাহিকতায় গত ১৮ জুন
বা যোগদানের তারিখ থেকে মেয়াদ বৃদ্ধির
এ আদেশ কার্যকর হবে
বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। ইহসানুল করিম সচিবের পদমর্যাদায়
প্রেস সচিব হিসেবে দায়িত্ব
পালন করছেন।
২০১৫
সালের ১৫ জুন ইহসানুল
করিমকে এক বছরের জন্য
প্রধানমন্ত্রীর প্রেস সচিব নিয়োগ দেওয়া
হয়। পরে দুদফা তিন
বছর করে তার চুক্তির
মেয়াদ বাড়ানো হয়। তার সর্বশেষ
তিন বছর চুক্তির মেয়াদ
গত ১৭ জুন শেষ
হয়।
প্রধানমন্ত্রীর
প্রেস সচিব হিসেবে নিয়োগ
পাওয়ার আগে ইহসানুল করিম
রাষ্ট্রপতির প্রেস সচিব এবং বাংলাদেশ
সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকের
দায়িত্ব পালন করেন।
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh