‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’ পেলেন হারুন অর রশিদ

জনসেবায় উদ্ভাবনী ক্যাটাগরিতে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২’ এ ভূষিত হয়েছেন মানিকগঞ্জের সন্তান প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সাথে এই পুরস্কার অর্জনে আরো ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, ঢাকার জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের চারজন প্রোগ্রামার।

এ বছর জনপ্রশাসনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ২৭ জন কর্মকর্তা ও চারটি প্রতিষ্ঠানকে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২’ দেওয়া হয়।

জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে গত শনিবার (২৩ জুলাই) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে মনোনীতদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পদক তুলে দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

গণভবন থেকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, মানিকগঞ্জের কৃতি সন্তান প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০২০ এবং ২০২১ সালে পরপর দুইবার ডিজিটাল বাংলাদেশ অ্যাওয়ার্ডে ভূষিত হন। এছাড়া তিনি করোনার ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’ তৈরির জন্য ২০২২ সালে এইচএসবিসি বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত হন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //