কূটনীতিক আনারকলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়

ইন্দোনেশিয়ায় বাড়িতে মাদকদ্রব্য রাখার অভিযোগ ওঠা কূটনীতিক কাজী আনারকলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

আজ বুধবার (১০ আগস্ট) ঢাকায় সংসদ ভবনে সংসদীয় কমিটির বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এ মন্তব্য করেন।

পররাষ্ট্র বিষয়ক বাংলাদেশের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মুহাম্মদ ফারুক খান বলেন, ইতোমধ‌্যে তাকে ওএসডি করা হয়েছে। এছাড়া একটি কমিটি কাজ করছে। যদি সে দোষী সাব্যস্ত হয়, তাহলে সর্বোচ্চ প্রশাসনিক শাস্তি দেওয়া হতে পারে।

তিনি আরো বলেন, সেখানে কী ঘটেছে তার বিস্তারিত জানার জন্য ইন্দোনেশিয়া সরকারকে একটি চিঠি পাঠানো হয়েছে।

জাকার্তা মিশনের সাবেক উপপ্রধান আনারকলির বাড়িতে বিপুল পরিমাণে গাঁজা পাওয়ায় তাকে আটক করা হয়। পরে তাকে জাকার্তা থেকে দেশে ফিরিয়ে আনা হয়।

ইন্দোনেশিয়া সরকারের মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জুলাই মাসের প্রথম সপ্তাহে জাকার্তায় আনারকলির অ্যাপার্টমেন্টে অভিযান চালায়। পরে তাকে আটক করা হয়। পরে কূটনৈতিক প্রচেষ্টায়, বিশেষত ইন্দোনেশিয়া সরকারের বদান্যতায় তিনি মুক্তি পান। পরে তাৎক্ষণিকভাবে ওই কর্মকর্তাকে ঢাকায় ফেরত আনা হয়।

মুহাম্মদ ফারুক খান আরও বলেন, আমরা বিভিন্ন মিশনের কর্মকর্তা-কর্মচারীদের তথ্যও চাইব যারা গত ১০ বছরে বিভিন্ন ধরনের অপরাধে জড়িত এবং তাদের বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //