বেড়েই চলেছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১১৬ রোগী

মৌসুমী বৃষ্টির কারণে গত কয়েকদিন ঊর্ধ্বগামী ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সবশেষ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১১৬ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪৬ জন ঢাকার বাইরে।

এ সময়ে দেশে ডেঙ্গুতে নতুন করে কারো মৃত্যু হয়নি। সব মিলিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৭ জনে। তাদের মধ্যে ৭৩ জন ঢাকার বাইরে 

আজ রবিবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, শনিবার ৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।

জানা যায়, চলতি বছর  ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ৩ হাজার ৭৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ১৬ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ৭০ জন ঢাকার ও ৩৭ জন কক্সবাজারের বাসিন্দা। অন্যদিকে এখন পর্যন্ত মোট ৩ হাজার ৩৫৬ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //