তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফিরবে না: আইনমন্ত্রী

দেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ ঘোষণা করেছেন। সেখানে ফিরে যাওয়ার কোন সুযোগ নেই। তাই বিএনপি যতই রাজনীতি করুক তত্ত্বাবধায়ক সরকার আর ফিরবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিশ্ব নৌ দিবস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে নৌপরিবহন অধিদপ্তর আয়োজিত বিশেষ সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

খালেদা জিয়ার সাজা দেয়ার প্রক্রিয়ায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনার হুশিয়ারির প্রসঙ্গে তিনি বলেন, তাদের এই বক্তব্য হচ্ছে কনটেম্পট অব কোর্টের সামিল। এ বিষয়টি আদালত দেখবে।

র‍্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে আইনমন্ত্রী বলেন, আমার মনে হয় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের আরো কিছুদিন বাংলাদেশে থেকে সবকিছু দেখে বক্তব্য দেওয়া উচিত ছিল। তিনি আরো কিছুদিন থাকার পর বুঝতে পারবেন মানবাধিকার পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। কারণ আমিই বিশ্বাস করি জনগণের মানবাধিকার উন্নয়নে শেখ হাসিনা অনেক অগ্রগতি করেছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //