ঢাকায় আসছেন ব্রুনাইয়ের সুলতান, হতে পারে যেসব চুক্তি

তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামী শনিবার (১৫ অক্টোবর) ঢাকায় আসছেন ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়া। 

আজ মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রুনাইয়ের সুলতানের বাংলাদেশ সফর সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ তথ্য জানিয়েছেন।

এই সফরে বাংলাদেশের সঙ্গে ব্রুনাইয়ের বিমান চলাচল ও জনশক্তি প্রেরণসহ বেশ কয়েকটি চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, ইতোমধ্যেই জ্বালানি সহযোগিতার বিষয়ে ব্রুনাই ও বাংলাদেশের মধ্যকার এলএনজি আমদানির সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হয়েছে। এরই ধারাবাহিকতায় ব্রুনাইয়ের সুলতান ঢাকা সফরে আসছেন। এর মধ্য দিয়ে এলএনজি আমদানিসহ দেশটির সঙ্গে আরও চার থেকে পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।



সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //