প্রবাসীদের পাসপোর্ট ইস্যু হবে এনআইডির ভিত্তিতে: পররাষ্ট্রমন্ত্রী

প্রবাসে বসবাসরত সবাইকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান করা হবে। সেই এনআইডির ভিত্তিতেই তাদের পাসপোর্ট ইস্যু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে সিলেটে সেরা করদাতা সম্মাননা-২০২২ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. এ কে আবদুল মোমেন বলেন, প্রতিবছর ৩০ ডিসেম্বর ‘জাতীয় প্রবাসী দিবস’ পালন করা হবে।

সভায় জানানো হয়, গত অর্থবছর সিলেট অঞ্চলে ৮০০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৮৩৭ কোটি টাকা কর আদায় হয়েছে।

করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর কমিশনার মো. আবুল কালাম আজাদ। এতে বক্তব্য রাখেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ।

সিলেট বিভাগ ও মহানগর এলাকার ৩৫ জন করদাতাকে সম্মাননা দেওয়া হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //