ডেনমার্কের কোপেনহেগেনে ইউরোপের উগ্র ডানপন্থী এক নেতা গত শুক্রবার পবিত্র কোরআন পোড়ানোর আরেকটি ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
গতকাল শনিবার (২৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় নিদর্শন অবমাননার এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে বাংলাদেশ আবারো গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
বাংলাদেশ সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে এ ধরনের অযৌক্তিক উস্কানি ও ইসলামভীতি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানিয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh