বিএনপি নেতাকর্মীদের গণগ্রেপ্তার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সারাদেশে বিএনপি নেতাকর্মীদের গণগ্রেপ্তার করা হচ্ছে না, যাদের নামে মামলা আছে এবং সহিংসতায় জড়িত শুধু তাদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁও কলেজে বসন্ত বরণের অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

রোহিঙ্গা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা এ দেশের জন্য হুমকি স্বরূপ। সব হারিয়ে এ দেশে এসে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াচ্ছে। সন্ত্রাসী গোষ্ঠীর টার্গেট হচ্ছে।

রোহিঙ্গারা দ্রুত চলে গেলে দেশের জন্য মঙ্গল হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ সময়ে মন্ত্রী বলেন, আটকৃত জঙ্গিরা বেশ কিছু তথ্য দিয়েছে, এ বিষয়ে গোয়েন্দা কাজ করছেন।

মন্ত্রী বিএনপিকে সহিংসতা পথ থেকে বেরিয়ে আসার আহবান জানান।

আসাদুজ্জামান খান বলেন, যারা অগ্নি সন্ত্রাস, ভাঙচুর ও সহিংসতাসহ জনদুর্ভোগ সৃষ্টি করছে তাদের গ্রেপ্তার করছে আইন-শৃঙ্খলা বাহিনী।বিভিন্ন জঙ্গি সংগঠন রোহিঙ্গাদের টার্গেট করে সদস্য সংগ্রহ করছে। তাদের কঠোরভাবে দমন করা হচ্ছে বলেও জানান তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //