সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭ জন। আজ বৃহস্পতিবার (৯ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এতে আরো বলা হয়, এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭৬ জনে। তাদের মধ্যে ৪০০ জন ঢাকার বাইরের। এ বছর ডেঙ্গুতে মারা গেছেন ৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে ৩১ ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে ১৪ জন ঢাকার বাইরের। মোট ৭৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তাদের ৩৮৩ জন ঢাকার বাইরের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরে ছিলেন ২৩ হাজার ১৬২ জন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh