রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করেছে মন্ত্রিসভা। সকাল ৯ টায় অফিস শুরু হয়ে চলবে ৩টা ৩০ পর্যন্ত। দুপুর ১টা ১৫ থেকে ১টা ৩০ পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।
আজ সোমবার (১৩ মার্চ) মন্ত্রিসভা বৈঠক শেষে গণমাধ্যমে এসব জানান মন্ত্রীপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
তিনি জানান, ব্যাংক, বীমা, আদালতসহ বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সময়সূচি তাদের নিজস্ব সুবিধা মত নির্ধারণ করবে।
বাংলাদেশ এবং ভুটানের মধ্যে ট্রাফিক ইন ট্রানজিট সংক্রান্ত একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে পণ্য পরিবহনে ভুটান বাংলাদেশের সবগুলো বন্দর ব্যবহার করতে পারবে। ফলে দুই দেশের ব্যবসা বাণিজ্য বাড়বে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : রমজান অফিস টাইম মন্ত্রিসভা বৈঠক বাংলাদেশ সরকার
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh