২০০ মডেল মসজিদে হবে ঈদের নামাজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ২০০ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ৪ দফায় এসব মসজিদ উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ইসলামিক ফাউন্ডেশনের আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে অনুযায়ী, ৯ হাজার ৪৩৫ কোটি টাকা ব্যয়ে সারা দেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে।

এর মধ্যে ২০০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। বাকিগুলোর নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //