সকল মেগা প্রকল্প জনগণের সর্বোচ্চ উপকারের জন্য: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (১৩ মে) স্পষ্টভাবে বলেছেন, তার সরকার কখনোই এমন কোনো মেগা প্রকল্প গ্রহণ করেনি যা জনগণের জন্য সর্বোচ্চ উপকার বয়ে আনবে না।

‘চতুর্থ শিল্প বিপ্লবে উদ্ভাবনী প্রকৌশল’ (ইনোভেটিভ ইঞ্জিনিয়ারিং ইন দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন) প্রতিপাদ্যকে সামনে রেখে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) পাঁচ দিনব্যাপী ৬০তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা অপ্রয়োজনীয় মেগা প্রকল্প গ্রহণ করি না।’

প্রধানমন্ত্রী বলেন, কোনো পরিকল্পনা গ্রহণের আগে তিনি সবচেয়ে বেশি যা মনে করেন তা হলো- তা (পরিকল্পনা) দেশের মানুষের জন্য সর্বোত্তম সুফল বয়ে আনবে কি না এবং সরকার তা থেকে আয় করতে পারবে কি না।

তিনি বলেন, ‘মেগা প্রকল্প নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। কিন্তু যখন প্রকল্পগুলো শেষ হবে এবং জনসাধারণ এর সুফল ভোগ করতে শুরু করবে তখন আমি শুনতে চাই তারা কী বলে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা যে প্রকল্পই নিই না কেন, প্রথমে আমরা ভাবি দেশের মানুষ কতটা উপকৃত হবে এবং তা শেষ হওয়ার পর সেই প্রকল্পের প্রত্যাবর্তন (রিটার্ন) কী হবে ও তা কত দ্রুত আসবে।’

তিনি বলেন যে কোনো দেশ বা কোনো প্রতিষ্ঠানের দেওয়া বিপুল পরিমাণ অর্থ দিয়ে এমন কোনো প্রকল্প তিনি কখনোই গ্রহণ করেন না, যা দেশ ও জনগণের জন্য কল্যাণ বয়ে আনে না।

শেখ হাসিন বলেন, ‘আমি আপনাদেরকে এটা জানাতে চাই। এবং আমি এটা কখনোই মেনে নেব না। কারণ, আমি কেবল তাই করব যা আমাদের দেশের জন্য প্রযোজ্য হবে।’

অনুষ্ঠানে দেশের মেগা প্রকল্পসমূহের ওপর একটি ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়।

আইইবির সভাপতি প্রকৌশলী এন নুরুল হুদা, আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোল্লা মোহাম্মদ আবুল হোসেন, আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাত হোসেন (শিবলু) এবং আইইবি ঢাকা কেন্দ্রের অনারারি সেক্রেটারি প্রকৌশলী কাজী খায়রুল বাশার অনুষ্ঠানে বক্তৃতা করেন।

প্রধানমন্ত্রী বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী, কেন্দ্র, উপকেন্দ্র, প্রকৌশল বিভাগ এবং এএমআইই (অ্যাসোসিয়েট মেম্বারশিপ অব দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স) বিভাগের গ্র্যাজুয়েটদের হাতে স্বর্ণপদক ও সনদ তুলে দেন।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //