জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল ঢাকায়

জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে মোহাম্মেদ ঢাকায় এসে পৌঁছেছেন। বর্তমানে তিনি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা গ্রুপের চেয়ারম্যান হিসেবেও কাজ করছেন।

শনিবার (১ জুলাই) দুপুরে তিনি ঢাকায় আসেন। এসময় তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

 ঢাকায় সফরকালীন সময় আমিনা বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। পরে একই স্থানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গেও সাক্ষাৎ শেষে ‘রোড টু এসডিজি সামিট ২০২৩’ অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে।  রাতে পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্যে নৈশভোজে অংশ নেওয়ার কথা রয়েছে তারা। 

 রোববার (২ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেনে আমিনা জে মোহাম্মেদ। পরে বাগেরহাটের মোংলায় ‘জলবায়ু অভিযোজন’ সম্পর্কিত একটি প্রকল্প পরিদর্শন শেষে সোমবার (৩ জুলাই) ঢাকা ত্যাগ করবেন আমিনা জে মোহাম্মেদ। 

উল্লেখ্য, এর আগে ২০২০ সালের মার্চে ঢাকা সফরের কথা ছিল তার। তবে করোনা পরিস্থিতির কারণে সফরটি স্থগিত হয়েছিল।

 


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //