রেবেকা মমিনের মৃত্যুতে আমি হারালাম একজন ঘনিষ্ঠ সুহৃদ: প্রধানমন্ত্রী

সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (১১ জুলাই) রাতে প্রেস উইংয়ের বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় শেখ হাসিনা বলেন, রেবেকা মমিনের মৃত্যুতে আমি হারালাম একজন ঘনিষ্ঠ সুহৃদ এবং জনগণ হারালো তাদের একজন একনিষ্ঠ সেবককে।

রেবেকা মমিনের স্বামী প্রয়াত সংসদ সদস্য আব্দুল মমিন ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের একজন সংগঠক। তিনি বঙ্গবন্ধুর মন্ত্রীসভার খাদ্যমন্ত্রী ছিলেন। ২০০৪ সালের ১৫ জুলাই আব্দুল মমিনের মৃত্যু হলে স্ত্রী রেবেকা মমিন স্বামীর স্থলাভিষিক্ত হন। ২০০৮ সালে তিনি নেত্রকোণা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তারপর একাধারে ২০১৪ ও ২০১৮ সালসহ পর পর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। গত দুই বছর যাবত রেবেকা মমিন কিডনিসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। এ অবস্থায় মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে মারা যান। এই দম্পতির জয়া মমিন নামে একমাত্র মেয়ে রয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //