বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চান বাইডেন: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও উষ্ণ পরিবেশে আলোচনা করেছেন। এতে বোঝা যায় দুই দেশেরে মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর।

শনিবার (৯ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার সব ইচ্ছা তার (বাইডেন) রয়েছে।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সম্মেলনের দুটি অধিবেশনে ভাষণ দেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা করেন এবং শীর্ষ সম্মেলনের ফাঁকে বেশ কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেন।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো অ্যাঞ্জেল ফার্নান্দেজ, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। তিনি সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজের সঙ্গেও বৈঠক করেন।

এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, ‘এটি (বাইডেন, শেখ হাসিনা, শেখ রেহানা ও সায়মা ওয়াজেদের মধ্যে অত্যন্ত আন্তরিক পরিবেশে নৈশভোজসহ দু’টি পৃথক অনুষ্ঠানে আলোচনা) স্পষ্ট যে ওয়াশিংটনের সঙ্গে আমাদের গভীর ও দৃঢ় সম্পর্ক রয়েছে এবং আমরা ভবিষ্যতে এটি আরও শক্তিশালী করব।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী এবং এর জন্য তারা তাদের লোক পাঠাচ্ছে এবং এ জন্য আলোচনা করছে। তারা (আমেরিকান সরকার) আমাদের ওপর কোনো চাপ প্রয়োগ করছে না, বরং মিডিয়া তা করছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জি২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের রাজধানীর প্রগতি ময়দানের ভারত মণ্ডপম ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টারে জো বাইডেন, শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ ১৫ মিনিট বক্তৃতা করেন।

তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী যখন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে কথা বলেছেন, তখন তাকে খুব খুশি ও পুরোপুরি উৎসাহী দেখা গেছে এবং আলোচনাটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও উষ্ণ পরিবেশে হয়। আলোচনাটি ১৫ মিনিট ধরে চলেছিল।’

তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তার মেয়ে সায়মা ওয়াজেদ যখন জো বাইডেনের সঙ্গে কথা বলছিলেন, তখন প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন তার মুঠোফোন বের করে সেই মুহূর্তের ছবি তোলেন। তখন নিজের মুঠোফোন নিয়ে সেলফি নেন প্রেসিডেন্ট বাইডেন।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //