পর্যবেক্ষক পাঠাতে বিদেশি মিশনে সরকারের চিঠি

বাংলাদেশের সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং বিদেশি গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানিয়ে ঢাকায় বিদেশি মিশনগুলোতে কূটনৈতিকপত্র দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ পত্র পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানিয়েছে, ঢাকার বিভিন্ন হাইকমিশন, দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার দপ্তরে পাঠানো কূটনৈতিক পত্রে আগামী জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে বলা হয়েছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং বিদেশি গণমাধ্যমকর্মীদের আগামী নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানানো হচ্ছে।

নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহীদের আবেদন করার অনুরোধ জানিয়ে কূটনৈতিক পত্রে আরও বলা হয়, নির্বাচন কমিশনে চায়, দেশের পর্যবেক্ষক এবং গণমাধ্যমকর্মীদের মতো করে বিদেশি পর্যবেক্ষক এবং গণমাধ্যমকর্মীরাও বাংলাদেশের আগামী নির্বাচন পর্যবেক্ষণ করুক।

নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ বলেও কূটনৈতিকপত্রে উল্লেখ করা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //