কারা হবে বিরোধীদল, জানালেন আইনমন্ত্রী

নতুন সরকার যতক্ষণ পর্যন্ত গঠন না হবে ততক্ষণ পর্যন্ত বর্তমান কেবিনেট (মন্ত্রিসভা) বহাল থাকবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এতে আইনের ব্যত্যয় ঘটবে না।  সরকারের বিরোধী দল তারাই হবে যাদের আসন বেশি।

আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব জানান আইনমন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, স্বতন্ত্র থেকে যারা নির্বাচিত হয়েছেন তারা আওয়ামী লীগের নয়, তারা আলাদা একটা মোর্চা করতে পারে। এজন্য সংসদ সদস্যের শপথ গ্রহণের পর সবটা পরিষ্কার হবে।

তবে কত সদস্য হলে সংসদে বিরোধীদল থাকতে পারে সেটা নিয়ে সংবিধানে উল্লেখ আছে। সেটা আমি পরে জেনে যাবো বলেও জানান আনিসুল হক।

আইনমন্ত্রী বলেন, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশের নির্বাচন নিয়ে কি বললো তা নিয়ে ভাবছে না সরকার। বাংলাদেশের নির্বাচন হয়েছে দেশের সংবিধান অনুযায়ী।  সেটা অন্য দেশের কথায় চলবে না।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //