শপথ নিলেন ২ উপদেষ্টা ও প্রধান বিচারপতি

শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ও নবনিযুক্ত প্রধান বিচারপতি। অন্য আরেক উপদেষ্টা পরিষদের সদস্য (প্রস্তাবিত ) ফারুক-ই-আজম যুক্তরাষ্ট্রে থাকায় তিনি পরবর্তীতে শপথ নেবেন বলে জানা গেছে। 

আজ রবিবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে দুই উপদেষ্টাসহ প্রধান বিচারপতি গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে। দুপুর পৌনে ১টার দিকে এই তিনজনকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুউদ্দিন।

শপথ নেওয়া দুই উপদেষ্টা হলেন- সুপ্রদীপ চাকমা ও ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

উল্লেখ্য, গতকাল শনিবার (১০ আগস্ট) সুপ্রিম কোর্টে ছাত্র জনতার বিক্ষোভের মুখে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ৬ বিচারপতি পদত্যাগ করে। পরে সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুউদ্দিন।

এর আগে ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকারের ১৩ উপদেষ্টা। 

তারা হলেন- সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, ফরিদা আখতার, আ ফ ম খালিদ হোসেন, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh