সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় তিনদিনের ছুটি সুপারিশ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। আজ সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আশ্বাস দেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্গাপূজার দুই-তিনদিন ছুটি দিলে অসুবিধা কি? ছুটিতে আমরাও উপভোগ করবো, সমস্যা তো নেই। এ বিষয়ে সচিবকে বলেছি। এ সময় ছুটি বর্ধনের বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হবে বলেও জানান তিনি।
এর আগে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে অনুমোদনহীন অস্ত্র জমা দেওয়ার জন্য আগামী সাতদিন সময়সীমা বেঁধে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, এই সময়সীমার অন্যথা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিষিদ্ধ অস্ত্র যেগুলো বাইরে পাওয়া যায় না, যেগুলো সিভিলিয়নদের হাতে যাওয়ার কথা নয়, সেটার অথোরাইজ পুলিশ, র্যাবকে করা হয়েছিল। সেই অস্ত্র কীভাবে তাদের হাতে গেল?
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh