আগামী ৪ সেপ্টেম্বর থাইল্যান্ডে নির্ধারিত বিমসটেক (বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন) শীর্ষ সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের দেখা করার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে ঢাকাকে একটি বার্তা দিয়েছে নয়াদিল্লি। সূত্র জানায়, বাংলাদেশে সরকার পরিবর্তনের পর ড. ইউনূস ও মোদির মধ্যে এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, সেপ্টেম্বরের শীর্ষ সম্মেলনের সময় থাইল্যান্ড (বিমসটেক-এরর বর্তমান চেয়ারম্যান) বাংলাদেশের কাছে চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করবে।
বিমসটেক-এর পরবর্তী শীর্ষ সম্মেলন ২০২৫ সালে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সম্প্রতি, নয়াদিল্লি সাতটি সদস্য রাষ্ট্র- বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের সমন্বয়ে বিমসটেক-ভুক্ত দেশগুলির পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বিমসটেক শীর্ষ সম্মেলন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh