যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠক করেছেন। বৈঠকে ঢাকা ও দিল্লির পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্ক স্থানীয় সময় গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৈঠক করেন তৌহিদ-জয়শঙ্কর।
গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন।
এদিকে নানা কারণে এই বৈঠকটি দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ। তবে বৈঠক বিষয়ে এখনও দুই দেশের পক্ষ থেকে কোনো বার্তা দেয়া হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ড. ইউনূসের সঙ্গে মোদির বৈঠকেনা হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। এছাড়া আঞ্চলিক রাজনীতি নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। তবে দুই দেশের পক্ষ থেকেই বৈঠকের আলোচনার বিষয়ে সাংবাদমাধ্যমের কাছে গোপনীয়তা বজায় রাখছে। তারা এখনই এ বিষয়ে মুখ খুলতে রাজি না হলেও বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা জানান, সময় মতো বিষয়টি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।
প্রসঙ্গত, বাংলাদেশে সংখ্যালঘু ইস্যু, সীমান্ত হত্যা, পানি ব্যবস্থাপনা, ইলিশ রপ্তানি, বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসা না দেওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্য-মিথ্যার মিশ্রণে নানা তর্ক-বিতর্ক চলছে।
সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ভারতীয় গণমাধ্যমের অতিরঞ্জন কিংবা রং লাগানো সংবাদও ঢাকা-দিল্লির সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে। শুধু তাই নয়, দুই দেশের দায়িত্বশীলদের বক্তব্যও সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : পররাষ্ট্রমন্ত্রণালয় বৈঠক নিউইয়র্ক উপদেষ্টা জয়শঙ্কর
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh