কেমন পুলিশ চায় জনসাধারণ জানতে চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত ‘পুলিশ সংস্কার কমিশন’।
আজ রবিবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থেকে ‘কেমন পুলিশ চাই’ শীর্ষক জারি করা এক বিজ্ঞপ্তিতে সবার কাছে তথ্য চাওয়া হয়েছে।
গুগল ফরমের (https://forms.gle/kcXcL247eTbp3fHk6) এই লিংকে অথবা পুলিশ সংস্কার কমিশনের ওয়েব সাইটে (www.prc.mhapsd.gov.bd) প্রবেশ করে ‘কেমন পুলিশ চাই’ লিংকে ক্লিক করে জনসাধারণকে ১৫ নভেম্বরের মধ্যে তাদের ‘মূল্যবান মতামত’ দিতে বলা হয়েছে।
মতামত প্রদানকারীর পরিচয় ‘গোপন রেখে’ প্রাপ্ত তথ্য শুধুমাত্র সংস্কার কাজের সহায়তায় ব্যবহৃত হবে বলেও বিজ্ঞপ্তিতে আশ্বস্ত করা হয়েছে।
সেখানে বলা হয়েছে, “সাম্প্রতিককালে দেশে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনকে প্রতিহত করতে কিছু পুলিশ সদস্যের সহিংস ভূমিকা নিয়ে বাংলাদেশসহ বিশ্বজুড়ে সমালোচনার প্রেক্ষিতে ‘পুলিশ সংস্কার’ এখন সময়ের দাবি।
“সে লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পুলিশ বাহিনীর সংস্কারের লক্ষ্যে ‘পুলিশ সংস্কার কমিশন’ গঠন করেছে, যার কার্যক্রম চলমান। পুলিশ সংস্কার কমিশন এ বিষয়ে আপনার মূল্যবান মতামত জানতে চায়।”
গত ৩ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সাবেক সচিব সফর রাজ হোসেনকে প্রধান করে পূর্ণাঙ্গ ‘পুলিশ সংস্কার কমিশন’ গঠন করা হয়।
একজন শিক্ষার্থী প্রতিনিধিসহ নয় সদস্যের এই কমিশন ‘জনমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ’ পুলিশ বাহিনী গড়ে তোলার কাজের জন্য সুপারিশ করবে বলে সেখানে জানানো হয়।
৯০ দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করার কথা রয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বৈষম্যবিরোধী আন্দোলন পুলিশ সংস্কার কমিশন পুলিশ সদস্য ছাত্র জনতার আন্দোলন পুলিশ পুলিশ সংস্কার
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh