সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, গত ১৬ বছর ধরে যে দেশকে ফোকলা বানানো হয়েছে, সেই দেশ একদিনে ঠিক হয়ে যাবে না।
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, আপনারা যদি ৭২ এবং ৭৩ সালের দিকে তাকিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন, সেই সময় দেশ কীভাবে চলছিল। একটি বড় পরিবর্তনের পর সবকিছু একদিনে ঠিক হবে না।
তিনি বলেন, মূল দেখার বিষয় হচ্ছে আমরা চেষ্টাটা করছি কিনা। একইসাথে সরকার নিজেরা কোনো অন্যায় কাজ করছে কিনা। যদি সেটা হয় তাহলে আপনারা বলবেন।
তিনি আরও বলেন, আমরা সাতটি বিষয়কে সামনে রেখে আগাচ্ছি। এগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।
কার্যক্রম সম্পর্কে তিনি আরও বলেন, ‘দেশব্যাপী প্রতিভা সন্ধান কর্মসূচি, বাংলা একাডেমি সৃজনশীল লেখালেখি কর্মশালা আয়োজনসহ বিভিন্ন কর্মকাণ্ড আয়োজন করা হবে।’
২৪-এর গণঅভ্যুত্থান প্রসঙ্গে ফারুকী জানালেন, ‘স্বাধীনতার মূল চেতনা বাস্তবায়ন হয়নি বলেই ২৪-এর গণঅভ্যুত্থান হয়েছে। একাত্তরের চেতনাকে নবায়ন করেছে ২৪-এর গণঅভ্যুত্থান।’
ইসলামী সংস্কৃতি চর্চা নিয়ে কথা বললেন এই নির্মাতা ও উপদেষ্টা। তার ভাষায়, ‘আগে ইসলামী সব কিছু সংস্কৃতি চর্চা থেকে বাদ দেয়া হয়েছিল। দেশের সংস্কৃতি চর্চার মূলে থাকবে বহুজন, বহু ভাষা।’
এ সময় নজরুল ইনস্টিটিউটের মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী বলেন, ‘আওয়ামী লীগ রবীন্দ্রনাথ ঠাকুর এবং শেখ মুজিবুর রহমানকে দেবতা বানিয়েছিল। তাদেরকে এখন দেবতা থেকে মানুষের কাতারে আনা হবে।’
শিল্পকলা একাডেমীর মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ বলেন, ‘তাজউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধে সর্বোচ্চ ভূমিকা রাখলেও আওয়ামী লীগ সরকার তাকে মূল্যায়ন করেনি।’
সারা দেশে বই পড়া কর্মসূচির আয়োজনের পাশাপাশি, আওয়ামী লীগ সরকারের সময়ে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করে বই প্রকাশ ও প্রচারে উদ্যোগ নেয়া হবে বলে জানান জাতীয় গ্রন্থ কেন্দ্রের মহাপরিচালক আফসানা আহমেদ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh