পুলিশের সদ্য সাবেক আইজিপি মো. ময়নুল ইসলামকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, আইজিপি ময়নুল হোসেনকে রাষ্ট্রদূত হিসেবে পদায়ন করা হতে পারে।
এর আগে পুলিশের আইজি হিসেবে বাহারুল আলমকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
উল্লেখ্য, ছাত্র–জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হয়।
তৎকালীন আইজিপি আবদুল্লাহ আল–মামুন বর্তমানে কারাবন্দী। অতিরিক্ত আইজিপি পদমর্যাদার বেশির ভাগ কর্মকর্তাকেই চাকরি থেকে অবসর দেওয়া হয়।
সরকার পতনের পরদিন ৬ আগস্ট রাতে মো. ময়নুল ইসলামকে আইজিপি নিয়োগ দেওয়া হয়েছিল। তখন দেশে কোনও সরকার ছিল না।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh