সম্প্রীতি ও সহাবস্থান আমাদের সংস্কৃতির অংশ: পররাষ্ট্র উপদেষ্টা

বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে কাকরাইল চার্চে শুভেচ্ছা বিনিময় করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

এসময় তার সঙ্গে ছিলেন মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, আমাদের সংস্কৃতির অংশ হলো সব ধর্মের মাঝে সম্প্রীতি ও সহাবস্থান। এটি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমাদের এই সংস্কৃতিতে ধর্মীয় সংঘাত নেই। আমরা সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় চার্চে গিয়ে এ শান্তির বার্তা দেন উপদেষ্টা।

শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন, চার্চের আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ, ফাদার আলবার্ট রোজারিওসহ অনেকে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh