গতকাল (বুধবার) মধ্যরাতে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে সোয়ানুর জামান নয়ন নামের ফায়ার সার্ভিসের এক কর্মী ট্রাকচাপায় নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুর ২টায় রাজধানীর বঙ্গবাজারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে নয়নের জানাজা হয়। এতে অংশ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বললেন, ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের দক্ষতার জন্যই যে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল।ওই সময় ওই সড়কে ট্রাক চলতে পারাটা একভাবে কর্তৃপক্ষেরই ‘ব্যর্থতা’।
জানাজার আগে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে।
বুধবার রাত পৌনে ২টার দিকে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট সেখানে যায়।আগুন নেভানোর কাজে নিয়োজিত ফায়ার ফাইটার নয়ন পানির লাইন দিতে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় গুরুতর আহত হন। তাকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যায়। দ্রুত নয়নকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তার বাড়ি রংপুরের মিঠাপুকুরে।তার মূল কর্মস্থল সিলেটের বিশ্বনাথ ফায়ার স্টেশন হলেও তাকে ঢাকায় এনে তেজগাঁও ফায়ার স্টেশনে সংযুক্ত করা হয়েছিল।
জানাজা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘আল্লাহই তাকে শহিদের মর্যাদা দান করবেন। সে খুবই ভালো ফাইটার ছিল বলে তাকে স্পেশাল টিমের জন্য আনা হয়েছিল। তার জন্য দোয়া করব, আল্লাহ যেন কবরের আজাব মাফ করে।’
সচিবালয়ে আগুন লাগার পরই সামনের রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।এরপরও কিভাবে ওই সময় ওই পথ দিয়ে বেপরোয়া গতিতে ট্রাক গেল, সেই প্রশ্ন তুলছেন অনেকে।এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ওই জায়গা দিয়ে ট্রাক যাওয়াটা আমাদের ব্যর্থতাই। ট্রাক ওই জায়গা দিয়ে যাওয়া উচিত ছিল না। তবে আমরা ট্রাক চালককে ধরে ফেলেছি। তাকে আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসব।’
জানাজার পর নয়নের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তার মা-বাবার খোঁজখবর নেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh