বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার তিন কর্মকর্তাসহ ১৭ জনকে বদলি করা হয়েছে।
আজ বুধবার (১ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. আমিনুল ইসলামকে পুলিশ টেলিকমে, হাইওয়ে পুলিশের ডিআইজি মাহফুজুর রহমানকে পুলিশ অধিদপ্তরের টিআর পদে এবং এপিবিএনের ডিআইজি সিআইডিতে বদলি করা হয়েছে।
এ ছাড়া বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে আরও আছেন ৮ অতিরিক্ত ডিআইজি, ৫ পুলিশ সুপার, ২ যুগ্ম-কমিশনার ও একজন উপকমিশনার।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh