সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত পুলিশের আট উপপরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাতটার পর তাদের হাতে অব্যাহতিপত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে রাত নয়টার মধ্যে তাদের একাডেমি থেকে মৌখিকভাবে বের হয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে গত রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় মাঠে নির্দেশনা না মেনে উচ্চস্বরে হইচই করার অভিযোগে ওই আট এসআইকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছিল।
নোটিশে তাঁদের তিন কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়। নোটিশের চিঠিতে জানানো হয়েছিল, ব্যাখ্যায় সন্তুষ্ট না হলে তাদের অব্যাহতি দেওয়া হবে।
সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভুঞার পক্ষে অব্যাহতিপত্রে স্বাক্ষর করেন একাডেমির পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) মো. তানভীর সালেহীন। এ ব্যাপারে জানতে তাদের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও তারা ধরেননি।
অব্যাহতি পাওয়া দুজন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট ৮২৩ জন ছিলেন। তারা গত বছরের ৪ নভেম্বর থেকে সারদায় প্রশিক্ষণ শুরু করেন। তাদের মধ্যে তিন ধাপে ৩১৩ জন এসআইকে মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে শোকজ করে একাডেমি।
ইতিমধ্যে তাঁদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২১ অক্টোবর ২৫২ জন, ৪ নভেম্বর ৫৮ জন ও সর্বশেষ ১৮ নভেম্বর ৩ জনকে অব্যাহতি দেওয়া হয়। এবার চতুর্থ ধাপে প্রায় একই ধরনের অভিযোগে আরো আটজনকে শোকজের পর অব্যাহতি দেওয়া হলো।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : সারদা পুলিশ একাডেমি প্রশিক্ষণরত এসআই পুলিশ
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh