নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৬:৪৬ পিএম
আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫, ০৭:১৯ পিএম
জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার কার্যক্রম অত্যন্ত সাবলিল ভাবে চলছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।
বুধবার (১৫ জানুয়ারি) বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, যে গতিতে মামলার তদন্ত কার্যক্রম এগোচ্ছে আশা করছি মার্চ থেকে শুনানি শুরু হয়েছে দেখতে পাবেন।
উপদেষ্টা আসিফ নজরুল আরও বলেন, আগামী নির্বাচনের আগে ট্রায়ালকোর্টে বিচারকাজ সম্পন্ন করা সম্ভব হবে। এক্ষেত্রে কারও কোনো গাফিলতি নেই, কোনো সুযোগ নেই। বাংলাদেশের যে নির্মম অমানবিক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে অবশ্যই সরকার এটার বিচার করবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : জুলাই গণঅভ্যুত্থান গণহত্যা বিচার আসিফ নজরুল
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh