বেক্সিমকোর কর্মীদের বেতন প্রসঙ্গে যা জানালেন শ্রম উপদেষ্টা

বেক্সিমকোর দুটি প্রতিষ্ঠানের বন্ধকি শেয়ার বিক্রি করে ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রতিষ্ঠানটির কর্মীদের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেক্সিমকো বিষয়ক ষষ্ঠ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সাখাওয়াত হোসেন বলেন, বেক্সিমকোর লে-অফ করা প্রতিষ্ঠানগুলোর কর্মীদের বেতন দিতে ৫৫০ কোটি থেকে ৬০০ কোটি টাকার প্রয়োজন হবে। শেয়ার বিক্রি করে এত টাকা না এলেও সরকার এসব বেতন-ভাতা ফেব্রুয়ারির মধ্যে পরিশোধ করবে।

এসময় তিনি বলেন, ১২টি ব্যাংক থেকে বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান ২৮ হাজার ৫৪৪ কোটি ১৪ লাখ টাকা ঋণ নিয়েছে।

উপদেষ্টা বলেন, কীভাবে এসব ঋণ দেওয়া হয়েছে, তার তদন্ত হবে। জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। কারণ বাংলাদেশ ব্যাংকের এক বিলিয়ন ডলারের রিজার্ভ চুরির থেকেও এটি বড় কেলেঙ্কারি।

এ ছাড়া ইতঃপূর্বে নেয়া বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় বেক্সিমকো গ্রুপের তিনটি প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত স্বতন্ত্র পরিচালককে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বেক্সিমকো লিমিটেডের মালিক ও হর্তাকর্তারা গা ঢাকা দেন এবং অনেকেই গ্রেপ্তার হওয়ায় কার্যত পাঁচ মাস ধরে বেতন দিতে পারছে না বেক্সিমকো লিমিটেড। 

এখন পর্যন্ত সরকারের তহবিল থেকে ২২৩ কোটি ৪৩ লাখ টাকা প্রদান করা হয়েছে, যার মাধ্যমে চার মাসের বেতন দেওয়া হয়েছে। এখনও পাওনা প্রায় ৬০০ কোটি টাকা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh