চাকরিচ্যুত পুলিশ সদস্যদের যে আশ্বাস দিল সদর দপ্তর

চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন করছেন বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। এমন পরিস্থিতিতে তাদেরকে রাস্তা অবরোধ করে জনদুর্ভোগের সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। পাশাপাশি চাকরিচ্যুত পুলিশ সদস্যদের আবেদনের যাচাই-বাছাই চলছে বলেও আশ্বস্ত করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) পুলিশ সদর দপ্তরে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে এ তথ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিগত সরকারের সময় চাকরিচ্যুত পুলিশ সদস্যদের ১ হাজার ৫২২টি আবেদন ইতোমধ্যে পুলিশ হেডকোয়ার্টার্সে গৃহীত হয়েছে। আবেদনকারীদের মধ্যে কনস্টেবল ১ হাজার ২৫ জন, নায়েক ৭৯ জন, এএসআই ও এটিএসআই ১৮০ জন, এসআই, সার্জেন্ট ও টিএসআই ২০০ জন, ইস্পেক্টর ১০ জন এবং নন-পুলিশ সদস্য ২৮ জন।

এতে বলা হয়েছে, আবেদনকারীদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত আবেদনগুলো পর্যালোচনার লক্ষ্যে ডিআইজির নেতৃত্বে গঠিত কমিটি কাজ করছে। আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন কিনা, সেটি খতিয়ে দেখা হচ্ছে। তবে, এও দেখা যাচ্ছে, ফৌজদারি, আর্থিক, নৈতিক স্খলন, আচরণগত এবং বিভাগীয় শৃঙ্খলাভঙ্গজনিত অপরাধেও চাকরিচ্যুত হয়েছেন অনেকে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তাদের অনেকের আবেদন প্রশাসনিক ট্রাইবুনাল বা প্রশাসনিক অ্যাপিলেড ট্রাইবুনালের অধীনেও বিচারাধীন রয়েছে। চাকরিচ্যুত পুলিশ সদস্যরা যাতে ন্যায়বিচার পান, সে জন্য পুলিশ হেডকোয়ার্টার্স কাজ করছে।

সবশেষ বুধবার (২৯ জানুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে মানববন্ধন করেছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। এছাড়া সড়ক অবরোধ করেও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh