সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা বাংলাদেশ নৌবাহিনীর তিনটি, বাংলাদেশ বিমান বাহিনীর তিনটি, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের একটি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটিসহ মোট আটটি সংস্থা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রবিবার (৯ মার্চ) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রতিষ্ঠান ও সংস্থাগুলো হচ্ছে– চট্টগ্রামের নিউমুরিং-এ অবস্থিত বানৌজা ‘বঙ্গবন্ধু’র নাম পরিবর্তন করে বানৌজা খালিদ বিন ওয়ালিদ করা হয়েছে। ঢাকা’র খিলক্ষেতে বানৌজা শেখ মুজিবকে বানৌজা ঢাকা করা হয়েছে। কক্সবাজারের পেকুয়ায় বানৌজা শেখ হাসিনার নাম পরিবর্তন করে বানৌজা পেকুয়া, কুর্মিটোলা ঢাকা সেনানিবাসের বাংলাদেশ বিমান বাহিনী ঘাটি ‘বঙ্গবন্ধু’র নাম পরিবর্তন করে বাংলাদেশ বিমান বাহিনী ঘাটি বীর উত্তম একে খন্দকার করা হয়েছে।
কুর্মিটোলা ঢাকা সেনানিবাসের বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টার বিমান বাহিনীর পরিবর্তে বাংলাদেশ অ্যারোনটিক্যাল সেন্টার, যশোরের বিএএফএ ‘বঙ্গবন্ধু’ কমপ্লেক্স এর পরিবর্তে বিএএফএ কমপ্লেক্স, মিরপুর সেনানিবাসে ‘শেখ হাসিনা কমপ্লেক্স’ এর পরিবর্তে ডিএসসিএসসি কমপ্লেক্স এবং শেরে-ই-বাংলানগর গণভবন কমপ্লেক্সে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের নাম পরিবর্তন করে প্রতিরক্ষা জাদুঘর করা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ পরিবার
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh