জাতীয় গণহত্যা দিবস উপলক্ষ্যে রাতে এক মিনিটের জন্য অন্ধকারে থাকবে দেশ। জরুরি স্থাপনা ও চলমান যানবাহন ছাড়া দেশের সব আলো রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এক মিনিটের জন্য নেভানো থাকবে।
গণহত্যা দিবস পালনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে নেওয়ার নানা কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে এক মিনিটের জন্য এই প্রতীকী ব্ল্যাক আউট কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। গুরুত্বপূর্ণ ভবনে রাতে কোনো অবস্থাতেই আলোকসজ্জা করা হবে না।
গত রবিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ২৫ মার্চ উপলক্ষে নানা কর্মসূচি পালনের কথাও জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বাণী দেবেন। সারাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরিসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা হবে।
ওইদিন মুক্তিযুদ্ধ জাদুঘরে সকাল ১০টায় অথবা সুবিধাজনক সময়ে গণহত্যা ও মুক্তিযুদ্ধবিষয়ক সেমিনার হবে।
ঢাকাসহ সকল সিটি করপোরেশনে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন এসব কর্মসূচি প্রচার করবে।
এছাড়া বাদ জোহর অথবা সুবিধাজনক সময়ে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিহতদের স্মরণে সব মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : গণহত্যা দিবস অন্ধকার সারাদেশ ব্ল্যাক আউট
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh